ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জেলা প্রশাসকের দায়িত্ব পালন নিয়ে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন

প্রকাশিত : ১৭:৩৫, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৫, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের দায়িত্ব পালন নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে অফ দি রেকর্ড নামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলা প্রশাসক দীর্ঘ আড়াই বছরের দায়িত্ব পালনে বিভিন্ন উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা  বিষয়ে খোলামেলাভাবে তাঁর বক্তব্য তুলে ধরেন। চট্টগ্রাম প্রেসক্লাব হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। এতে আরো বক্তব্য দেন চট্টগ্রামের বিভিন্ন সিনিয়র সাংবাদিক। চট্টগ্রামের দায়িত্ব পালনে সাংবাদিকরা সহযোগিতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি