ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঝুকি নিয়ে কোন লঞ্চ চলতে দেয়া হবে না বললেন নৌ পরিবহন মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৫, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

এবার ঈদে অতিরিক্ত যাত্রী বোঝাই কিংবা কোন ঝুকি নিয়ে কোন লঞ্চ চলতে দেয়া হবে না। বললেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, নানা ধরনের অনিয়মরোধে লঞ্চঘাটগুলোতে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নৌ-মন্ত্রনালয়ের সভাকক্ষে মন্ত্রনালয়ের অধীনস্থ দফতর ও সংস্থার সঙ্গে বাৎসরিক কার্য সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব জানান। মন্ত্রী বলেন, সদরঘাটে এই প্রথমবারের মতো টিকেট কাউন্টার খোলা হয়েছে। এতে করে এখন কোন লঞ্চে কতজন যাত্রী উঠলো তা বোঝা যাবে। তাছাড়া নদীতে দূঘর্টনা এড়াতে এবার ঈদের আগের ৫ দিন এবং পরের ৫ দিন মোট ১০ দিন বালুর ট্রলার চলা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি