ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

টাইগারদের নতুন কোচ স্টিভ রোডসের বেতন কত জানেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান কোচ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্টিভ রোডস। প্রধান কোচ হিসেবে তাঁর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে আগামি ২০ জুন  

বিসিবি সভাপতি বলেছেন, আগের কোচ চন্দিকা হাথুরুসিংহের মতোই স্বাধীনতা দেওয়া হবে রোডসকে। প্রশ্ন হলো, বেতনটাও কি হাথুরুর মতোই বড় অংকের পাবেন রোডস? 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, রোডস হাথুরুর চেয়ে অনেক কম বেতন পাবেন। বাংলাদেশের নতুন ইংলিশ কোচ প্রতি মাসে পেতে যাচ্ছেন ১৫-১৭ লাখ, বছরে প্রায় ২ কোটি টাকা। এর আগে লঙ্কান কোচ হাথুরুসিংহে পেতেন মাসিক ২৫ হাজার ৮০০ ডলার, বা ২১ লাখ ৭৩ হাজার টাকা। তার বাৎসরিক আয় ছিল বছরে ২ কোটি ৬০ লাখ টাকা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ বেতন। বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া কোচদের মধ্যে তৃতীয় ছিলেন হাথুরু।

এ তো গেল বেতনের কথা। আরও আরও সুযোগ সুবিধা। কোচের থাকার জন্য রাজধানীর অভিজাত এলাকায় বাড়ি ভাড়া কিংবা পাঁচ তারকা হোটেলে থাকার বিলও বিসিবি দিয়ে থাকেন। চালকসহ ২৪ ঘণ্টা গাড়ি থাকবে তার জন্য। উস্টারশায়ারের এই কোচ বিশ্বমানের ইনস্যুরেন্স সুবিধে পাবেন। তার জন্য নিরাপত্তাকর্মীর ব্যবস্থাও করবে বিসিবি। আর দায়িত্ব পালনের মাঝপথে বেতন-ভাতা বাড়ানোর উদাহারণও আছে। এছাড়া বিলাশ বহুল জীবন যাপনের জন্য থাকছে অগণিত সুযোগ সুবিধা।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি