ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

টাইব্রেকারে জিতল চিলি

প্রকাশিত : ১২:১৯, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১২:১৯, ২৭ জুন ২০১৬

Ekushey Television Ltd.

পারলনা আর্জেন্টিনা। শেষ পর্যন্ত মেসির ব্যর্থতায় স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো আর্জেন্টিনাকে। টানা তৃতীয়বার ফাইনালে উঠেও শিরোপা অধরাই রয়ে গেল। এ নিয়ে টানা দু’বার চিলির কাছে হারলো আর্জেন্টিনা। গোলশূন্য ম্যাচের ফল নির্ধারিত হলো টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল চিলি। এ যেন গত বছরেরই পুনরাবৃত্তি। চিলির কাছে টাইব্রেকারে আর্জেন্টিনার হার। তবে এবার খলনায়ক হিগুয়েন নন, বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি! অপরদিকে আন্দ্রেস সিলভার শট জালে ঢোকার সাথে সাথে আবারও চিলির উৎসব। .... কারণ এরই সাথে নিশ্চিত টানা দ্বিতীয় বার কোপার শিরোপা । অথচ ভিদালের নেয়া প্রথম শটটি আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো রুখে দিয়ে হারের শংকায় ফেলে দিয়েছিল চিলিকে। কিন্তু মেসি পেনাল্টি মারতে এসে বল উড়িয়ে বারের বাইরে মেরে সে শংকাই উড়িয়ে দিলেন। এরপর পেনাল্টি থেকে চিলির ক্যাসিও, আরানগুয়েজ গোল করলে  আর্জেন্টিনার মাশচেরেনো, আগুয়েরোও গোল করে সমতায় থাকেন। কিন্তু চতুর্থ শটে চিলির এমানুয়েল গোল করলে এবং আর্জেন্টিনার লুকাস বিগলিয়া গোল করতে ব্যর্থ হলে এগিয়ে যায় চিলি। পঞ্চম শটে সিলভা গোল করে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত । এরআগে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা গোলশূণ্য থাকে। উভয় দল একাধিক সুযোগ পেলেও কাংখিত গোলের দেখা পায়নি । খেলার ২৮ মিনিটে চিলির মার্সেলোকে দুইবার হলুদ কার্ড দেখে এবং ৪৩ মিনিটে আর্জেন্টিনার রোহোকে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়। ফলে বাকি সময় উভয় দলকে ১০ জন নিয়ে খেলতে হয়। এই হারে দেশের হয়ে বড় কোন টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল  ৫বারের ব্যালেনডি অর জেতা লিওনেল মেসির।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি