ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

খাশোগি হত্যা

ট্রাম্পকে সত্য প্রকাশের আহ্বান খাশোগির বাগদত্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:১১, ৩০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে  সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির  হত্যা বিষয়ে সত্য প্রকাশে সাহায্য করার আহ্বান জানিয়েছেন খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিস।  

সোমবার স্থানীয় সময় রাতে লন্ডনে ওয়াশিংটন পোস্টের এক কলামিস্টের সাথে আলাপকালে তিনি এ আহ্বান করেন।

তিনি বলেন, খাশোগি হত্যায় সারা বিশ্বের মানুষের সমবেদনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।  কিন্তু এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপে আমি হতাশ হয়েছি।     

খাদিজা বলেন, খাশোগি হত্যা বিষয়ে সত্য প্রকাশের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে আসতে হবে।

তার এই মন্তব্য এমন এক সময় আসল যখন ট্রাম্পের আমন্ত্রণ তিনি প্রত্যাক্ষাণ করেছেন। ট্রাম্প হ্যাটিজেকে হুয়াইট হাউজে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।  

তিনি বলেন, তার এই মৃত্যু হয়েছে বিশ্বব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করার জন্য। আমি খাশোগির মৃতদেহ দেখতে চাই এবং সম্মাণের সাথে তাকে দাফন করতে চাই।

এর আগে হ্যাটিজেকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে নিহত হন জামাল খাশোগি। এই পাশবিক হত্যাকাণ্ডের ব্যাপারে অন্তত চারবার নিজের অবস্থান পরিবর্তন করে সৌদি আরব সম্প্রতি স্বীকার করেছে, পূর্ব পরিকল্পিতভাবে খাশোগিকে হত্যা করা হয়েছে।

তবে এ ঘটনায় রাজ পরিবারের জড়িত থাকার কথা এখনও অস্বীকার করে যাচ্ছে রিয়াদ। যদিও তুরস্কের তদন্তকারী কর্মকর্তারা বলছেন, সৌদি যুবরাজের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহযোগী এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান হয়ত এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানতেন না। তিনি সৌদি আরবের কাছে ১১০ বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির চুক্তি বাতিল করতেও অনীহা প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: সিএনএন

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি