ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ট্রাম্পকে হুশিয়ারি ইরানি জেনারেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ২৭ জুলাই ২০১৮ | আপডেট: ১০:১৭, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইরানী সেনাবাহিনীর বিশেষায়িত বিভাগ রেভ্যুলেশনারি গার্ডের এক জেনারেল ট্রাম্পের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে তিনি বলেন যে, ট্রাম্প যদি ইরানে আক্রমণ করে তাহলে তার ‘যা কিছু আছে’ সব হারাবেন তিনি।

রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসিম সোলেমানি বলেন যে, “জনাব ট্রাম্প যদি কোন যুদ্ধ শুরু করেন তবে ইসলামিন প্রজাতন্ত্র তা শেষ করবে”। ইরানী বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়।

গত সপ্তাহের সোমবার ট্রাম্পের এক টুইট বার্তার জবাবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন জেনারেল সোলেমানি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির এক মন্তব্যের জেরে তাঁকে উদ্দেশ্য করে ট্রাম্প টুইট বার্তায় লেখেন যে, ইরান যেন কখনও যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয়। হুমকি দিলে এর ফলাফল এত খারাপ হবে যা ইরানের ইতিহাসে আগে হয়নি।

এই টুইটের জবাবে ট্রাম্পকে উদ্দেশ্যে করে সোলেমানি বলেন, “একজন সৈনিক হিসেবে এটা আমার কর্তব্য যে, আপনার হুমকির জবাব আমি দেব। আমার সাথে কথা বলুন। প্রেসিডেন্টের (রুহানি) সাথে না। প্রেসিডেন্ট আপনার টুইটের জবাব দেবেন এটা তার মর্যাদায় পরে না”।

মেজর জেনারেল কাসিম সোলেমানি আরও বলেন, “আমরা আপনার এতটা কাছে যে আপনারা কল্পনাও করতে পারেন না। আসেন। আমরা প্রস্তুত আছি। আপনি যদি এই যুদ্ধ শুরু করেন, আমরা শেষ করেন। আপনি জানেন যে, এই যুদ্ধ শুরু করলে আপনার যা কিছু আছে তার সব হারাবেন আপনি”।

২০১৫ সাল থেকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকা ইরানের চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। চলতি বছরের মে মাসে এই চুক্তিতে নিজেদের আর রাখতে চায়নি ওয়াশিংটন। মূলত এর পর থেকেই দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা শুরু হয়। কিছুদিন পরপরই একে অপরের উদ্দেশ্যে হুমকি আর পালটা হুমকির কড়া মন্তব্য করতে দেখা যায় তেহরান আর ওয়াশিংটনের।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি