ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন খারিজ
প্রকাশিত : ১৪:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৭
সাত মুসলিম অধ্যুষিত দেশের নাগরিক ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। এরফলে ওই সব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর বাধা নেই। প্রতিক্রিয়ায় আদালতকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। নিষেধাজ্ঞা বহালে সর্বোচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
উচ্চ আদালতেও টিকলো না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা। সাত মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছে নবম মার্কিন সার্কিট আদালত। তিন বিচারক প্যানেলের রায়ে বলা হয়েছে, ওইসব দেশের নাগরিকদের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি সরকার।
আপিল খারিজে ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটার বার্তায় আদালতকে দেখে নেয়ার হুমকি দিয়ে এ সিদ্ধান্তকে রাজনৈতিক বলে দাবি করেন তিনি।
তবে, এখনো শেষ হয়নি আইনি লড়াই। নিষেধাজ্ঞা বহালে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন।
গত ২৭ জানুয়ারি সিরিয়া, ইরানসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। সিয়াটলের আদালত সাময়িক স্থগিতাদেশ দিলে আপিল করে মার্কিন প্রশাসন।
এদিকে, তাইওয়ান ইস্যুতে ‘এক চীন নীতি’ নিয়ে মত পাল্টালেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে দ্বন্দ্ব ভুলে দীর্ঘমেয়াদী এই নীতির পক্ষে থাকার কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ওয়াশিংটন সফর করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
আরও পড়ুন