ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ২১:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

“বন্ধুরা এসো শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, আর্তমানবতার সেবায় এগিয়ে আসি, শীতার্তদের পাশে থেকে বন্ধুত্বের জয় হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এসএসসি’৯৫ ও এইচএসসি’৯৭ ব্যাচের উদ্যোগে তিন শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫০ জনের হাতে একটি করে কম্বল তুলে দেন।

এসময় সংগঠনের উপদেষ্টা ও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ জুলু, সহায় সংগঠনের সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক সাগরসহ এসএসসি ৯৫ ও এইচএসসি ৯৭ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।  
কেআই//

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি