ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধে হাইকোর্টে রিট

প্রকাশিত : ১৭:৪৭, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিট আবেদনে ডাক্তার ও নার্সদের ধর্মঘট ডাকার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে ডাক্তার ও নার্সরা ডিউটিকালীন সময় ধর্মঘট বা কর্মবিরতি করেন কি-না প্রতি সপ্তাহে দু’বার তা পরিদর্শন করতে নির্দেশনা জারির আবেদন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি