ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ডা. এম আর খানের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ

প্রকাশিত : ১৫:০৯, ৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৯, ৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল এম আর খানের নিজ গ্রাম রসুলপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বাংলাদেশে শিশু চিকিৎসার পথিকৃৎ চিকিৎসক জাতীয় অধ্যাপক ডা. এম আর খান মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেসময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নেতারাসহ সবস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্যরাও। পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তাঁর মেয়ে। ডা.এম আর খান নবীনদের জন্য অনুকরনীয় ও অনসরনীয় হয়ে থাকবেন বলে জানান শ্রদ্ধা জানাতে আসা তার দীর্ঘ দিনের সহকর্মীরা। এর আগে এর আগে সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে জাতীয় এ অধ্যাপককে দাফন করা হবে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মৃত্যু হয় জাতীয় অধ্যাপক এম আর খানের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি