ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ডিমান্ড নোট ইস্যুর পরও বছরের পর বছর ধরে গ্যাস সংযোগ পাচ্ছে না চট্টগ্রামবাসী

প্রকাশিত : ১৮:১২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ডিমান্ড নোট ইস্যুর পরও বছরের পর বছর ধরে গ্যাস সংযোগ পাচ্ছে না চট্টগ্রামের ২৫ হাজারের বেশী গ্রাহক। উল্টো হয়রানির অভিযোগ উঠেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী-কেজিডিসিএল এর বিরুদ্ধে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। এসময় গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদ জানায় গ্যাস, বিদ্যুৎ, পানি গ্রাহক ঐক্য জোট। আবাসিক খাতে গ্যাস সংযোগের জন্যে আবেদন করা কয়েকশ’ গ্রাহক সকালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। গ্যাস, বিদ্যুৎ, পানি গ্রাহক ঐক্য জোটের ব্যানারে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় চট্টগ্রাম অঞ্চলের গ্যাস বিপননকারী প্রতিষ্ঠান কেজিডিসিএল’র নানা অনিয়মের কথা। বলা হয়, প্রতিটি সংযোগের বিপরীতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা নেয়ার পরও অজ্ঞাত কারনে কেজিডিসিএল ২০১২ সাল থেকে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে হাজার হাজার আবেদনকারী। গ্যাস সংযোগ বন্ধ রাখার জন্যে কেজিডিসিএলের অব্যবস্থানাকে দায়ি করেন বিক্ষুব্দ গ্রাহকরা। সিংক: আলমগীর নুর, মহাসচিব, গ্যাস, বিদ্যুৎ, পানি গ্রাহক ঐক্য জোট, চট্টগ্রাম। এদিকে হঠাৎ করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে উচ্চ আদালতে মামলা করার ঘোষনা দিয়েছে আন্দোলনরতরা। বন্দর নগরী চট্টগ্রামে গ্যাস সংকট নিরসন এবং গ্রাহক হয়রানি কমাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি