ঢাকা, শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬

ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে ৩.২৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ে তুলনায় ২২.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.৬৪ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে প্রবাসী বাংলাদেশিরা ১৬.২৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩.৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা ও রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ প্রবাসী আয় বা দেশে আসা রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক—অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক এবং বিডিবিএল-এ ৫৭২.৩৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫৩.৫২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকে ১২৭.০৬ মিলিয়ন, জনতা ব্যাংকে ২৮১.৮৬ মিলিয়ন, রূপালী ব্যাংকে ১০৬.৩৯ মিলিয়ন, সোনালী ব্যাংকে ৫৬.৮২ মিলিয়ন এবং বেসিক ব্যাংকে ০.২১ মিলিয়ন মার্কিন ডলার এসেছে।

এছাড়া প্রবাসীরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২,২৯৩.৯৪ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মাধ্যমে, যার পরিমাণ ৬৭১.৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি