ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে আরোও ১০ মামলার কার্যক্রম স্থগিত

প্রকাশিত : ১৯:৩২, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১৯:৩২, ১৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ডেইলি স্টার সম্পাদক মাহ‌ফুজ আনামের বিরুদ্ধে করা আরও ১০টি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গেল ১১ই এপ্রিল মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ৭২টি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ নিয়ে তাঁর বিরুদ্ধে করা ৮২টি মামলার কার্যক্রম স্থগিত হলো। গনমাধ্যমে এক এগারোর সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে বক্তব্য এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটুক্তি করার আভিযোগে সারাদেশে মাহফুজ আনামের বিরুদ্ধে ৮২টি মামলা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি