ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ডেভিড ওয়ার্নারের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৭ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের জন্মদিন আজ। ১৯৮৬ সালের আজকের এই দিনে তিনি নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্যাডিংটনে জন্মগ্রহণ করেন। খুব দ্রুত রান সংগ্রহকারী বামহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান দলের প্রয়োজনে উইকেট-রক্ষণেও ভূমিকা পালন করেন।

অস্ট্রেলিয়ার ১৩২ বছরের ক্রিকেট ইতিহাসে ডেভিড ওয়ার্নার হচ্ছেন প্রথম ক্রিকেটার যিনি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার কোনরূপ পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন।

ওয়ার্নার আক্রমণাত্মক বামহাতি ব্যাটিংয়ে অভ্যস্ত। পাশাপাশি দৌঁড়িয়ে ফিল্ডিং করেন। মাঝেমাঝে স্পিন বোলারের ভূমিকাও অবতীর্ণ হন তিনি। অফ-স্পিন বোলিংয়ের সঙ্গে লেগ স্পিন বোলিংয়ের যোগসূত্র রক্ষা করেন। ১৭০ সেন্টিমিটারের দীর্ঘদেহী শরীরে শক্তিশালী হাতের ব্যাটিংয়ে বলকে শূন্যে উঠাতে পারেন এ ক্রিকেটার।

এখনও খেলে যাচ্ছেন এমন বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে অজি তারকা ডেভিড ওয়ার্নার অন্যতম সেরা। তার আগ্রাসী ও বিধ্বংসী ব্যাটিং যেকোনো বোলারের ঘাম ছুটিয়ে দিতে সক্ষম। তার ‘স্ট্রাইকিং পাওয়ার’ রীতিমত অবিশ্বাস্য।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি