ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালকের মুক্তির দাবিতে মানব বন্ধন

প্রকাশিত : ১৭:৪১, ২৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪১, ২৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের মুক্তির দাবিতে মানব বন্ধন করেছে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারি ও ক্রেতা পরিবেশকরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৪ বছরেরও বেশি সময় দুদকের মামলা জনিত জটিলতায় কোম্পানির সকল স্থাবর-অস্থাবর সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। গ্রেফতারের ভয়ে কোম্পানী শীর্ষ কর্মকর্তারা আত্মগোপন করে থাকায় এসব সম্পদ রক্ষণাবেক্ষনের কোনো কর্তৃপক্ষ নেই। ফলে ডেসটিনির সাথে সম্পৃক্ত প্রায় ৪৫ লাখ ক্রেতা পরিবেশক ও তাদের পরিবারসহ দুই কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি