ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

ঢাবিতে গুরু নানকের দর্শন বিষয়ক সেমিনার 

ঢাবি সংবাদদাতা 

প্রকাশিত : ২৩:৫৬, ৩১ আগস্ট ২০১৯ | আপডেট: ২৩:৫৭, ৩১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর রিলিজিয়াস ফ্রিডম-এর উদ্যোগে" গুরু নানকের দর্শন বিষয়ক দিনব্যাপী এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ  শনিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে সেমিনারিটি অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক  কে এ এম সা’দউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে ইন্টারন্যাশনাল শিখ সেন্টার ফর ইন্টারফেথ রিলেশন্স-এর সভাপতি ভাই নানক সিং নিস্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

‘গুরু নানক ফিলোসফি অব হারমনি অ্যান্ড ইটস রিলেভেন্স টু দি প্রেজেন্ট ওয়ার্ল্ড’ শীর্ষক এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপার্সন ড. ফাজরীন হুদা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সমাজে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরু নানক কার্যকর ভূমিকা পালন করে গেছেন। তিনি গুরু নানকের দর্শন থেকে শিক্ষা নিয়ে উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ সম্পন্ন শান্তিপূর্ণ এবং ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি