ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ঢাবির প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়লো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। এর আগে এ সময়সীমা ছিল ২৬ আগস্ট রোববার রাত ১২টা পর্যন্ত।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি বিবেচনায় নিয়ে আবেদনের এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া গত ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার শুরু হয়েছে ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি