ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।
কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বললেও স্থানীয় পত্রিকাগুলো ওয়ার্ডের বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগের কথা বলেছে।
জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র : বিবিসি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি