ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

তাজরীন ঘটনায় নিহতদের স্মরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৫৫, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের বছর পূর্তি আজ (২৪ নভেম্বর)। দিবসটি উপলক্ষে হতাতদের স্মরণ করেছে বিভিন্ন  শ্রমিক সংগঠন। একই সঙ্গে এ ঘটনার দ্রুত বিচার কাজ শেষ করার দাবিও জানান তারা।

আজ শুক্রবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনের পুড়ে যাওয়া ভবনের প্রধান ফটকে ফুল দিয়ে হতাহতদের স্মরণ করা হয়। পরে সেখানে বিক্ষোভ করেন তারা।

এর আগে এদিন সকালে নিহত শ্রমিকদের স্মরণ করেন তাদের স্বজনরা। পরে একে একে পোশাক কারখানার শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে এক বিক্ষোভ সমাবেশে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সব ক্ষতিগ্রস্ত শ্রমিককে ন্যায্য ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ২০১২ সালের এই দিনে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসেভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।

 

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি