ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

তাজিয়া মিছিলে পটকা ও ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ

প্রকাশিত : ১৫:৩১, ৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৩১, ৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

এবারের তাজিয়া মিছিলে পটকা ও ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি গত বছরের জঙ্গি হামলার প্রেক্ষাপটে সাজানো হয়েছে এবারের আশুরার নিরাপত্তা ব্যবস্থা। এ লক্ষ্যে ইতোমধ্যেই তিনস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ। গত বছর ২৩ অক্টোবর রাতে পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ওই হামলায় দু’জন নিহত ও শতাধিক আহত হয়। তবে এবার সেরকম কিছুর সম্ভাবনা নেই বলেই মনে করেন ডিএমপি কমিশনার। হোসনি দালান পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন, তিনি। আরবী মাসের ১০ মহররম বা ১২ অক্টৈাবর এবারের পবিত্র আশুয়া। এদিনই বের হবে তাজিয়া মিছিল। এ উপলক্ষে পুরান ঢাকা, ধানমন্ডিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে থাকবে কঠোর নিরাপত্তা-জানান ডিএমপি কমিশনার। নিরাপত্তার স্বার্থে এবারের তাজিয়া মিছিলে আতশবাজি ও ধারালো অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি