ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

তিন জেলায় কৃষি-প্রযুক্তি মেলা কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশের তিনটি জেলায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে কৃষি-প্রযুক্তি মেলা। কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষি প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব চাষাবাদের জ্ঞান ছড়িয়ে দিতে তিন পর্বের এ মেলা-প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আর্ন্তজাতকি উন্নয়ন সংস্থা ইউএস এইড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ সহযোগিতায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রসওয়াক কমিউনিকেশন্স লিমিটেড এই মেলার আয়োজন করছে।

মেলার মূল পৃষ্ঠপোষক এসিআই এগ্রিবিজনেস। এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী বলেন, “আমাদের জমির স্বল্পতা রয়েছে। তাই কৃষি জমির সর্বোত্তম ব্যবহার এবং প্রযুক্তিগত কৌশল ব্যবহার করতে হবে। এই মেলার মাধ্যমে কৃষক ও উদ্যোক্তারা কৃষি-প্রযুক্তির গুরুত্ব এবং সেগুলোর যথাযথ ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। সর্বোচ্চ ফলন-উৎপাদন নিশ্চিত করার জন্য এটি জরুরি।’’

তিন পর্বের প্রথম মেলা খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা মাঠে আগামী ১ ও ২ মার্চ অনুষ্ঠিত হবে। ডুমুরিয়ার উপজলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজস্ট্রিটে মোহাম্মাদ আশকে হাসান আগামীকাল সকাল ১০ টায় এই মেলার উদ্বোধন করবনে। এতে বিশেষ অতিথি থাকবেন  ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ নজরুল ইসলাম।

 ৫ ও ৬ মার্চ ঝিনাইদহের কালিগঞ্জের কালিচরণ ইউনিয়ন পরিষদের মাঠে ২ দিনব্যাপী এবং ৯ থেকে ১১ মার্চ যশোরের গদখালিতে টাওরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে মেলা। মেলায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর আয়োজন করা হবে।

দেশের কৃষি শিল্প দ্রুত বেড়ে উঠলেও এ খাতের সাথে সংশ্লষ্টিরা বৈশ্বিক প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। টিস্যু কালচার থেকে শুরু করে নার্সারি পরিচর্যা, জমি তৈরি, চাষাবাদ, ফসল তোলার পর সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত কাজগুলো সম্পন্ন করতে কৃষির সাথে জড়িত সকলেই দ্রুতবর্ধনশীল বাজারের সাথে সমানতালে চলতে লড়ে যাচ্ছে। এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা সম্পর্কে জানতে পারবে এবং সেবা প্রদানকারীদরে  সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে বলে জানায় আয়োজকেরা।

//এস এইচ এস//টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি