ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

তিন পার্বত্য জেলায় জনসংহতির সদস্যরা চাঁদাবাজি করছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৬, ২১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

তিন পার্বত্য জেলায় জনসংহতির সদস্যরা চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বান্দরবানের আওয়ামী লীগের নেতারা। বলেছেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা পাহাড়ীদের উন্নয়নে কিছু করেননি।
রাজবিলা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মং পু মারমা অপহরণের ১ বছর পুর্তিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা, অপহরণের ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবী জানান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। গত বছরের ১৩ জুন মং পু জামছড়ির নিজ বাসা থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি