ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

তুম্রু নো-ম্যানস ল্যান্ড এলাকায় উত্তেজনা কমে এসেছে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৪৫, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রনো-ম্যান ল্যান্ড এলাকায় উত্তেজনা কমে এসেছে। তবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হুমকী এখনো বন্ধ হয়নি। সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেয়া রোহিঙ্গারা রোহিঙ্গারা বলছে, বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিতে তাদের ভয়-ভীতি দেখাচ্ছে বর্মি বাহিনী।

বান্দরবানের ঘুমধুম সীমান্তের তুমব্রু নো-ম্যানস ল্যান্ডের আশে পাশে সেনা সমাবেশ ও মহড়া চালিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে মিয়ানমার। গত ২ মার্চ দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। রোহিঙ্গারা বলছেন, বৈঠকের পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাতের বেলায় এখনো হুমকী দেয়া হচ্ছে।

রোহিঙ্গাদের দাবি মিয়ানমার প্রত্যাবাসন প্রক্রিয়ার নামে নাটক করছে। তাদের কখনো ফিরিয়ে নেয়া না বলে হতাশ তারা।

তবে বিজিবি বলছে সীমান্তে কোনো উত্তেজনা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সতর্ক।

আতংকের ফলে নো-ম্যান’স ল্যান্ডের আশ পাশে ক্ষেত-খামারে চাষাবাদ করতে পারছেনা স্থানীয়রা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি