ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে স্পেন

প্রকাশিত : ১১:০২, ১৮ জুন ২০১৬ | আপডেট: ১১:০২, ১৮ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্পেন। এতে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে এক থাপ এগিয়ে গেলো  ক্যাসিয়াসের দল। মোরাতার জোড়া গোলে সহজ জয় পায় স্পেন। খেলার প্রথমার্ধের ৩৪ মিনিটে ২৩ বছর বয়সী আলভারো মোরাতার গোলে লিড নেয় তারা। এর তিন মিনিট পরেই আরো একটি গোল করে ব্যবধান বাড়ান ফরোয়ার্ড নোলিতো। ৪৮ মিনিটে আলবার পাসে আরো একটি গোল করেন স্ট্রাইকার মোরাতা। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় তুরস্ক। তবে, স্পেনের ডিফেন্সিভ রক্ষণাতœকের কারণে আর পেরে উঠেনি তারা। ম্যাচের শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি