ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

তৈরি পোশাক সহ পণ্যের নতুন নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি আহবান

প্রকাশিত : ১৫:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  তৈরি পোশাক সহ পণ্যের নতুন নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি। শনিবার <ংঃৎড়হম>সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে তৈরি পোশাকের প্রদর্শনী অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ’সব কথা বলেন। দেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী এই অ্যাপারেল সামিট। দ্বিতীয়বারের মতো হোটেল সোনারগাঁয়ে বিজিএমইএ আয়োজিত এই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক সহ সব পণ্যের বিদেশী বাজার সৃষ্টিতে সহায়তা করছে সরকার। এক্ষেত্রে দেশ-বিদেশ সবখানেই নতুন নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শুধু কারখানা গড়লেই হবে না, কাজের পরিবেশ সৃষ্টির পাশাপাশি শ্রমিকদের কল্যাণের দিকেও নজর দিতে হবে। সরকার সাফল্যের সঙ্গে বিদ্যুৎ সমস্যার সমাধান করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস সংকট মোকাবেলার জন্য এলএনজি টার্মিনাল স্থাপন করা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি