ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

থাইল্যান্ড সপ্তাহ এর পর্দা উঠলো আজ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সপ্তাহব্যাপী থাইল্যান্ড সপ্তাহ -২০১৮ শুরু হলো। সকাল দশটায় এর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনস্থ ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) ও থাইল্যান্ড দূতাবাস যৌথভাবে এ সপ্তাহের আয়োজন করে।

সোমবার (২৩ এপ্রিল) থেকে শুরু হওয়া মেলা আগামী ২৬ তারিখ পর্যন্ত চলবে।  

এ আয়োজনের মধ্য দিয়ে বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মনে করছেন আয়োজকরা।

এবছর মেলায় থাইল্যান্ডের ৪৫ টি কোম্পানী এবং থাইল্যান্ড থেকে পণ্য আমদানী করে ব্যবসা করে এমন ২৭ টি কোম্পানী মেলায় অংশগ্রহণ করেছে।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায় বৈচিত্রময় পণ্য নিয়ে দোকান সাজিয়েছে বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিরা। এর মধ্যে বিভিন্ন ইন্ডাষ্ট্রিয়াল হার্ডওয়্যার যেমন রয়েছে তেমনি আছে তাজা ফল, হাতে তৈরী বিভিন্ন নাস্তা ও জুস। রয়েছে নারী পুরুষের নানা ধরণের পোষাক, ব্যাগ, স্যানিটারী দ্রব্য, শিশুদের নানা ধরণের দ্রব্য, জুয়েলারী পণ্য, স্বাস্থ্য ও সৌন্দর্য বর্ধক পন্য।    

মেলার পাশেই রয়েছে বিনোদনের ব্যবস্থা। সেখানে প্রতিদিন থাইল্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া থাকছে ফ্যাশন শো ও লাইভ মিউজিকেরও ব্যবস্থা।   

আআ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি