ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

থাই গুহার উদ্ধারকারিদের নিয়ে বিশাল শিল্পকর্ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

থাইল্যান্ডের চিত্রশিল্পীরা গুহা থেকে কিশোর ফুটবলারদের উদ্ধারকারিদের নিয়ে এক বিশাল ছবি এঁকে তাদের প্রতি সম্মান জানিয়েছেন। চিয়াং রাই শহরে থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২জন কিশোর ফুটবলার এবং তাদের ২৫ বছর বয়সী কোচকে উদ্ধার করেছিলেন বেশ কয়েকটি দেশের উদ্ধারকারিরা।

সেই চিয়াং রাইতে থাইল্যান্ডের বেশ কয়েকজন চিত্রশিল্পীর আঁকা শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

শিল্পকর্মটির নাম দেওয়া হয়েছে `নায়কেরা`। শিল্পীরা তাদের মতো করে ফুটিয়ে তুলেছেন সেই গুহার উদ্ধারকারি নায়কদের।

এই ছবিতে গুহা থেকে উদ্ধার হওয়ার পর কিশোর ফুটবলার এবং তাদের কোচ যেমন রয়েছে, তেমনি রয়েছে উদ্ধারকারি প্রত্যেকের ছবি। উদ্ধারকারিদের নায়ক হিসেবে সম্মান দেওয়া হয়েছে শিল্পকর্মটিতে।

থাই নেভি সিল এর সাবেক কর্মকর্তা সামান গুনান উদ্ধার করতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন। তার ছবিও জ্বল জ্বল করছে উদ্ধারকারি অন্য নায়কদের মাঝে।

থাইল্যান্ডের আর্টব্রিজে ছবিগুলো আঁকা হয়েছে। আর এই চিত্রকর্মের মাধ্যমে স্মরণ করা হয়েছে সফল উদ্ধার অভিযানকে।

সামান গুনানের একটি মূর্তিও তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, কিশোর ফুটবলাররা এবং তাদের কোচ থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিল গত ২৩ জুন। নয়দিন পর ২রা জুলাই গুহার মুখ থেকে চার কিলোমিটার ভিতরে তাদের খোঁজ মেলে। তাদের উদ্ধার শুরু হয়েছিল ১০ জুলাই। এই উদ্ধার অভিযানে অংশ নেওয়া উদ্ধারকারিদেরই সম্মান জানানো হয়েছে শিল্পকর্মে।

ব্রিটিশ ডুবুরি রিক স্ট্যানন প্রথম সন্ধান পেয়েছিলেন আটকেপড়া কিশোরদের। তার ছবিও রয়েছে এই শিল্পকর্মে। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘গুহা এলাকাটি ছিল একেবারে ভিন্ন ধরণের। সেখান থেকে সফলভাবে উদ্ধার করা নিয়ে সন্দেহ ছিল।’

যখন প্রথম খোঁজ পাওয়া গেলো, তখন রিক স্ট্যাননের সঙ্গে ছিলেন ব্রিটিশ আরেক ডুবুরি জন ভলানথেন।

উদ্ধারে অংশ নেওয়া ব্রিটিশ ডুবুরি ভেন আনসওর্থ এর ছবিও সেখানে আঁকা হয়েছে। তিনি গুহায় ভিতরে উদ্ধার অভিযানের জটিল সময়ে সক্রিয়ভাবে জীবনবাজি রেখে কাজ করেছিলেন।

ব্রিটিশ আরেকজন ডুবুরি রবার্ট চালর্স এর ছবিও রয়েছে এই শিল্পকর্মে। তিনি ১৯৬৮ সাল থেকে গুহা থেকে উদ্ধার অভিযানে কাজ করে আসছেন।

চিয়াং রাই এর গভর্ণর নারংসাক ওসোতানাকর্ন এর ছবিও সেখানে আঁকা হয়েছে। তিনি বিভিন্ন দেশের উদ্ধারকারিদের নিয়ে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি