ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

থানায় বসে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী সেই নেতা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৪৪, ৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) থানায় বসে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান। এসময় প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতেও শোনা যায় তাকে।

জানা গেছে, শুক্রবার দুপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে শায়েস্তাগঞ্জ থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির সঙ্গে তর্কে জড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান।

এক মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দিতে দেখা যায় তাকে। “কেন আমার ভাইকে গ্রেফতার করা হল? এবং কেন বার্গেনিং করা হলো? এতগুলো ছেলে এখানে কি ভাইসা আসছে নাকি?” ওসি আবুল কালামকে উদ্দেশ্য করে এসব কথাও বলেন তিনি।

তাকে বলতে শোনা যায়, “আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে। আমরা আমরাই গভমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে?”

তিনি আরও বলেন, “বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।”

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার তৈরি হয়।

এই ঘটনায় মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি