ওয়েস্ট ইন্ডিজ সফর
দলে নেই নাসির, অনিশ্চিত তাসকিনও
প্রকাশিত : ০০:০১, ৫ মে ২০১৮ | আপডেট: ১৬:৪১, ৫ মে ২০১৮
আগামীকাল ৫ মে শনিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতির জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল হক নান্নু।
জাতীয় প্রধান নির্বাচক বলেন, ‘কাল আমরা দল জমা দিচ্ছি। ৩০ সদস্যের প্রাথমিক দল হবে। কিছু খেলোয়াড়কে ‘এ’ দলে রাখব। ওদের এইচপির সঙ্গে যুক্ত করছি। এইচপি দলটা হবে ২২ জনের। ৬-৮ জনকে ‘এ’ দলে দেব। জাতীয় দলের ৩০ জনের দল হবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য।
তিনি বলেন, প্রাথমিক দলটা নিয়ে আপাতত আমরা কাজ করব। আফগানিস্তান সিরিজের পর লম্বা সফর আছে। ওয়েস্ট ইন্ডিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি আছে। খুব চ্যালেঞ্জিং সিরিজ। জাতীয় দলের সঙ্গে সঙ্গে ‘এ’ দলের সিরিজ আছে। আমরা একটা সমন্বয় তৈরি করছি। যারা ১-২ বছরের মধ্যে জাতীয় দলে আসবে বা ইমিডিয়েট রিপ্লেসমেন্ট হিসেবে খেলবে।
প্রধান নির্বাচক বলেন, নাসিরের ব্যাপারটা একটু কঠিন। তার মাঠে ফিরতে ৬ মাসের বেশি বা কম সময় লাগতে পারে। তাই তাকে রাখা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে পেসার তাসকিন আহমেদেরও প্রাথমিক দলে জায়গা পাওয়া অনিশ্চিত। কারণ তার পিঠে ব্যথা।
এ সম্পর্কে নান্নু জানান, ফিজিওর ফিটনেস সার্টিফিকেট পেলেই কেবল তাসকিনকে প্রাথমিক দলে রাখা হবে। অন্যথায় নয়।
এমএইচ/টিকে










