ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দশ হাজার কম্বল বিতরণ করল গ্রামীণফোণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩১, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গ্রামীণফোন লিমিটেড বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিআরসিএস) সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে দশ হাজার কম্বল বিতরণ করেছে। দেশের শৈত্যপ্রবাহে আক্রান্ত এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা বিবেচনা করে প্রতিষ্ঠানটি তার সাসটেইনেবল ইনিশিয়েটিভ কার্যক্রমের অধীনে এ কম্বল বিতরণ করে।  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গত ২০ জানুয়ারি ২৭টি জেলায় কম্বল বিতরণ করা শুরু করে। বিআরসিএস এর আঞ্চলিক সদস্যগণ বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালি, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লহ্মীপুর, নোয়াখালী, শেরপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ , মেহেরপুর, সাতক্ষীরা, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, পঞ্চগড়, রংপুর এবং ঠাকুরগাঁও জেলায় কম্বল বিতরণ করেন।

গ্রামীণফোন একটি সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সবসময় সাধারণ মানুষের সমস্যায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। গত বছরের বন্যার সময় প্রতিষ্ঠানটি বন্যার্তদের মাঝে ১০ কোটি টাকার ত্রাণ বিতরণ করে। এছাড়াও সাইক্লোন মোরা, পার্বত্য চট্টগ্রামের ভূমিধ্বস এবং সিলেটের বন্যার সময়ও ত্রাণ বিতরণ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি