ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দিনাজপুরে ৪৯৮ কেজি বিস্ফোরক তৈরির উপাদান উদ্ধার

প্রকাশিত : ১৬:২৭, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২৭, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলি সীমান্তের চেংগ্রাম মাঠ থেকে ৪৯৮ কেজি  বিস্ফোরক তৈরির উপাদান সালফার পাউডার জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে হিলির চেংগ্রামে অভিযান চালানো হয়। সেসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।   পরে ঘটনাস্থল থেকে ১০টি বস্তা জব্দ করে বিজিবি।  বস্তার ভিতরে ৪৯৮কেজি সালফার পাউডার পাওয়া যায়। দেশে নাশকতার কাজে ব্যাবহারের জন্য ভারত থেকে এসব আনা হয়েছিল বলে বিজিবির ধারণা। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি