ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দীপন হত্যার মূল পরিকল্পনাকারী জঙ্গি সবুর আটক

প্রকাশিত : ১৬:২৩, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:২৩, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার মূল পরিকল্পনাকারী জঙ্গি আব্দুস সবুরকে গ্রেফতার করেছে পুলিশ। আনসার আল ইসলামের এই জঙ্গি আরেক প্রকাশক আহমেদ রশীদ টুটুল হত্যা চেষ্টার সঙ্গেও জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে জঙ্গিদের হামলায় নিহত হন জাগৃতি প্রকাশনীর সত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন। একই দিন লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদ রশীদ টুটুলের ওপরও হামলা চালায় জঙ্গিরা। এতে টুটুলসহ তিনজন আহত হন। ওই ঘটনায় শাহবাগ ও মোহাম্মদপুর থানায় দুটি মামলায় জঙ্গি সবুরকে খুঁজছিলো পুলিশ। তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিলো। শনিবার টঙ্গী রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ব্রিফিংয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানিয়েছেন দীপন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ছিলো জঙ্গি সবুর। আনসার  আল ইসলামের এই জঙ্গি হামলাকারীদের প্রশিক্ষক হিসেবে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ। দীপন হত্যা মামলায় এ পর্যন্ত সবুরসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি