ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

দুই কোরিয়া সংলাপের ‘কৃতিত্ব’ ট্রাম্পেরঃ মুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেছেন, দুই কোরিয়ার মধ্যকার সংলাপের ‘বড় কৃতিত্ব’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নতুন বছরে দক্ষিণ কোরিও প্রেসিডেন্টের প্রথম সংবাদ সম্মেলনে আজ এসব কথা বলেন মুন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই কোরিয়ার সংলাপের জন্য বড় কৃতিত্বের দাবিদার। আমি এর জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লাগাতার অবরোধ এবং চাপের কারণেই হয়তো এমনটা হয়েছে।

ট্রাম্পকে সংলাপের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি উত্তর কোরিয়ার ঔদ্ধত্যপূর্ণ আচরণ বন্ধ না হলে তাদের ওপর নতুন করে কঠোর অবরোধ আরোপ হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মুন জায়ে-ইন।

দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রাথমিক এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস// এআর

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি