ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

দুর্নীতির অর্থ ছাড়া সন্ত্রাস-জঙ্গীবাদের অর্থায়ন সম্ভবঃ দুদক চেয়ারম্যান

প্রকাশিত : ১৫:৩১, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৩১, ২৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দুর্নীতির অর্থ ছাড়া সন্ত্রাস-জঙ্গীবাদের অর্থায়ন সম্ভব নয় মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে এ বিষয়ে তারা যথেষ্ট সোচ্চার আছেন উল্লেখ করে বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুদকের কৌশলগত কর্মপরিকল্পনার খসড়া নিয়ে গণ-মাধ্যমের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। আর সন্ত্রাস দমনে ন্যাশনাল টাস্কফোর্স গঠনসহ সময়োপযোগী পদক্ষেপ নেয়ার দাবী জানান গণমাধ্যম ব্যক্তিত্বরা। সাম্প্রতিক সময়ে সন্ত্রাস-জঙ্গী হামলা ও আতঙ্ক সৃষ্টির প্রেক্ষপটে দুদকের এই মতবিনিময় সভায় পরিস্থিতি সামাল দিতে জন প্রতিরোধ গড়ার তাগিত দেন বক্তারা। সভায় বিভিন্ন গণমাধ্যমের কর্তাব্যক্তিরা দূর্নীতি মোকাবেলায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার দাবী জানান। দুদকে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে নজর দেয়ারও পরামর্শ দেন তারা। দল-মত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহবান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, তারা স্বাধীনভাবেই কাজ করছেন, রাজনৈতিক কোনো চাপে নেই দুদকের। জঙ্গী অর্থায়নে কড়া নজরদারির কথাও জানান তিনি। সর্বসাধারনের দৃঢ় প্রতিরোধই দূর্নীতি মুক্ত এবং সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে পারে বলে মত দেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি