ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : দুদক চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:১৭, ৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কেউ আইনের উর্ধ্বে নয়। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে `দুর্নীতিমুক্ত সরকারি সেবা:দুর্নীতির অভিযোগের প্রকৃতি` শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান এসময় আরও বলেন, দুদক গত বছরে সাড়ে ৫০০ ব্যক্তিকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে। এর মাধ্যমে দুর্নীতিবাজদের বার্তা দেয়া হয়েছে যে কেউ আইনের ঊর্ধ্বে কেউ নয়। ছোট বড় বিবেচনা না করে প্রায় সব সেক্টরে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয়েছে।

দুদক কারো বিরুদ্ধে মামলা করতে চায় না জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, দুদকের মামলায় জামিন নেই, এই মামলা ক্যান্সারের মতো ভয়াবহ, যার কোনো শেষ নেই। দুর্নীতির মামলায় কেউ ব্যক্তিগতভাবে আসামী হোক আমি তা চাই না।

তিনি আরও বলেন, এই মামলায় অভিযুক্তের মান-সম্মান, ইজ্জত, অর্থ-বিত্ত, সমাজ-সংসার সব কিছু ধ্বংস হয়ে যায়। জেলখানার অবর্ণনীয় কষ্ট তা কেবল ভুক্তভোগীরাই বুঝতে পারবেন। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর।

ইকবাল মাহমুদ আরও বলেন, কোনো কিছু গোপন কিংবা লুকিয়ে রাখার দিন শেষ হয়ে গেছে। কে কোথায়, কীভাবে, কখন ঘুষ খান বা দুর্নীতি করেন তা একদিন সবই ফাস হয়ে যায়। একবার, দু’বার বাঁচতে পারলেও বারবার বাঁচার কোনো সুযোগ নেই।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক জিল্লুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বিভাগীয় তথ্য কর্মকর্তা, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালকসহ বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি