ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৩:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে, ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ধর্ম যার যার-উৎসব সবার; এটাই সম্প্রীতির অনুপম ঐতিহ্য। এসময় তিনি দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে স্পিকার,  প্রধান বিচারপতি, মন্ত্রী সভার সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধানসহ, উচ্চ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি