দেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি খাত অনিশ্চয়তায়
প্রকাশিত : ১৯:৫৮, ১৭ নভেম্বর ২০২৫
দেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি খাত অনিশ্চয়তার কবলে জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা, ক্রেতাদের আস্থার সংকট এবং বিভ্রান্তিকর সরকারি বার্তা—সব মিলিয়ে বড় ক্রেতারা কার্যাদেশ দেওয়া থেকে সরে যাচ্ছে।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর উত্তরা ক্লাবে বিজিএমইএ এর সাবেক সভাপতি কাজী মনিরুজজামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পোশাক খাতে বিদ্যমান সংকট ও বিভিন্ন দাবি তুলে ধরে ব্যবসায়িক নেতারা।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন,‘সরকার আমাদেরকে এলডিসি গ্রাজুয়েশন চাপিয়ে দিতে চাচ্ছে। এখন আমরা প্রস্তুত না। বাংলাদেশের স্নাতকোত্তর পর্বে (graduation period) টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে সহযোগিতামূলক, পূর্বাভাসযোগ্য ও স্থিতিশীল নীতিগত পরিবেশ অপরিহার্য।’
তিনি আরও বলেন, এখন সরকারেকে একটা ভালো নির্বাচন দিতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থতি ভালো করতে হবে। আগামী নির্বাচনে উচ্চকক্ষে ১০ জন শিল্প মালিককে রাখার আহ্বান জানান তিনি।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আমাদের পাশের দেশ ভারত তার শিল্প মালিকদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে যা আমাদের শিল্পের জন্য ভয়াবহ অবস্থা হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশের সরকার আমাদের ব্যাংকগুলোকে টিকে রাখার জন্য হাজার কোটি টাকা দিয়েছে সেই টাকা কই গেল,ব্যাংক তো আমাদের টাকা দিচ্ছে না।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন,বিজিবিএ সভাপতি মোহাম্মদ পাভেল, বিজিএমইএ সাবেক সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ সহ সভাপতি মিজানুর রহমান, বিকেএমইএ পরিচালক খেলায়েত হোসেন সরকার,স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম,বিজিএপিএমই সভাপতি আল শাহরিয়ার আহমেদ প্রমুখ।
মত বিনিময় সভায়, বিজিএমইএ,বিজিবিএ, বিকেএমইএসহ বিভিন্ন উৎপাদন ও রপ্তানিমুখী সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সকলেই শিল্পখাতে সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এমআর//
আরও পড়ুন










