দেশে ইন্টারনেট সংযোগ ৭ কোটি ছাড়াল
প্রকাশিত : ১৫:৩৯, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:০৪, ৫ জুলাই ২০১৭

দেশের ইন্টারনেট সংযোগের সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে। প্রতি ১০০ জনের মধ্যে এখন ইন্টারনেট ব্যবহার করছে প্রায় সাড়ে ৪৪ জন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
টেলিকম সংশ্লিষ্টদের মতে, এত বেশি ইন্টারনেট সংযোগ হওয়ার ক্ষেত্রে মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মের সেবা থ্রিজি গুরত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণেই বাড়ছে ডেটার ব্যবহার।
প্রতিষ্ঠানটির মতে, ইন্টারনেট ব্যবহারের সাত কোটির এ মাইলফলক তৈরি হয় এপ্রিল মাসে। আর মে মাসের শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ১৯ লাখ ৫৬ হাজার।
বিটিআরসি সর্বশেষ ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে গ্রাহক সংখ্যার হিসাব প্রকাশ করে। বিটিআরসির ওই তথ্য অনুযায়ী, তখন কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ছয় কোটি ৭২ লাখ ৪৫ হাজার। এর মধ্যে এপ্রিল মাসে সংযোগ সাত কোটি পেরিয়ে যায়। সম্প্রতি সংসদে টেলিযোগাযোগ বিভাগ জানায়, এপ্রিলের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল সাত কোটি ৭৭ লাখ ৯৬৯।
আনুষ্ঠানিকভাবে মে মাসের তথ্য প্রকাশ না করলেও অপারেটরগুলো বিটিআরসির কাছে যে পরিসংখ্যান জমা দিয়েছে, সেখানে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত রয়েছে ছয় কোটি ৭৪ লাখ সিম। তবে সেখানে থ্রিজি বা টুজি বিষয়ে আলাদা কোনো তথ্য নেই।
এর আগে গত বছরের মার্চে ছয় কোটি ইন্টারনেট সংযোগের মাইলফলকে পৌঁছায় দেশ। ২০১৫ সালের জুলাইতে পাঁচ কোটিতে পৌঁছেছিল ইন্টারনেট সংযোগ।
আর/ডব্লিউএন
আরও পড়ুন