ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ২৮ মে ২০২০ | আপডেট: ১৬:৫৯, ২৮ মে ২০২০

Ekushey Television Ltd.

ঈদের আনান্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীর তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ।

গণপরিবহন বন্ধ থাকার কারণে প্রাইভেট,মাইক্রো, অটোরিক্সা, মোটরসাইকেল ভাড়া করে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে এই ঘাট এলাকায় ভিড়ছে। বিআইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে, গত ২৪ ঘন্টায় এই রুটে যানবাহন পারাপার হয়েছে প্রায় ২৪০০।

এই রুটে ছোট বড়ো মিলে ১৪টি ফেরি রয়েছে। এর মধ্যে ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।  সকাল থেকে যাত্রী ও যানবাহনের তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটা বাড়ছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি