ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

দৌলতদিয়া ঘাটে দুর্ভোগ ছাড়াই ফেরি পার হচ্ছে কর্মস্থলে ফেরা মানুষ

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০২, ১৭ মে ২০২১ | আপডেট: ১০:০৪, ১৭ মে ২০২১

Ekushey Television Ltd.

ঈদ শেষে  কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সোমবার ভোর থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকা মুখী মানুষের ভীড় দেখা যায়। ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই নদী পার হতে পেরে খুশী যাত্রীরা।

তবে দুরপাল্লার বাস বন্ধ থাকার কারণে  তিন চাকার যানবাহনে  ভেঙ্গে ভেঙ্গে ফেরি ঘাটে আসছে। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে এসব যানবাহনে শত শত যাত্রী আসছে। মানা হচ্ছে না  স্বাস্থ্যবিধি, নেই সামাজিক  দূরত্ব। আবার অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক। 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া  ঘাট কর্তৃপক্ষ জানান, সকাল থেকেই  যাত্রীর চাপ রয়েছে। দৌলতদিয়া  প্রান্তে পারের অপেক্ষায়  কোন যানবাহন নেই।  এরুটে ছোট বড় মিলে ১৬ টি ফেরি চলাচল করছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি