ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দ্বিতীয় ধাপে গ্যাসের মূল্যবৃদ্ধি ৬ মাসের জন্য স্থগিত

প্রকাশিত : ১৯:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দ্বিতীয় ধাপে জুন থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সেই সাথে গ্যাসের দাম বাড়ানো নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম‌্যান ও সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। গত ২৩ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশন সবখাতে গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয়। সেখানে আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দেয়ার কথা জানানো হয়। আর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে। পাশাপাশি যানবাহন,বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যক খাতেও গ্যাসের দাম দুই ধাপে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয় ওই গণবিজ্ঞপ্তিতে। এই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন ক্যাব। শুনানী শেষে মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট। এনার্জি রেগুলেটারি কমিশন আইন অনুযায়ী গণশুনানির পর ৯০ দিনের মধ্যে দাম ঘোষণা করার কথা। কিন্তু কমিশন এক নোটিসে দুইবার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যেটা অবৈধ বলে আদালতে  শুনানীতে উঠে আসে। ভোক্তা অধিকারকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ব‌্যবসায়ী সংগঠন গ‌্যাসের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। বাম দলগুলো মঙ্গলবার রাজধানীতে আধাবেলা হরতালও পালন করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি