ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নওগাঁর ৪০ টি হাটে প্রচুর গরু উঠেছে

প্রকাশিত : ০৯:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদকে ঘিরে জমে উঠেছে কোরবানী পশুর হাট। সারাদেশের মতো নওগাঁর ৪০ টি হাটে প্রচুর গরু উঠেছে।  এসব হাটে দেশি গরুরই সরবরাহ বেশি। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও, বেড়েছে বেচাকেনাও। এদিকে,  সিরাজগঞ্জের পশুর হাটগুলোতে বেড়েছে গরু-ছাগলের মজুদ। পছন্দের কোরবানির পশুটি কিনতে ক্রেতা আসছেন দুর-দুরান্ত থেকে। নওগাঁয় ছোটবড় মিলিয়ে প্রায় ৪০টি পশুর হাট। এর মধ্যে চৌবাড়িয়া, মাতাজি, রানীনগরের ত্রিমোহনী ও আবাদপুৃকুরসহ বড় হাটগুলো নেই তিল ধারনের জায়গা। এসব হাটে বেড়েছে গরু বিক্রি। তবে দাম নিয়েও রয়েছে ক্রেতা-বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। ঈদকে ঘিরে পশুর হাটে কেনাবেচা নির্বিঘœ রাখতে দালাল ও পকেটমারদের দৌরাত্ম ঠেকাতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। এদিকে, সিরাজগঞ্জের হাটগুলোর বেড়েছে কোরবানির পশুর। এরমধ্যে দেশি গরুর দাম তুলনামুলক বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু কিনতে আসছেন বেপারীরাও। বিক্রেতারা বলছেন, ভালো দাম পাচ্ছেন তারা। জেলার কান্দাপাড়া, তালগাছি, সোহাগপুর ও এনায়েতপুর হাটে বড় আকারের গরুর দাম উঠেছে ২ লাখ টাকার উপরে। তবে বিভিন্ন হাট ঘুরে দর-কষে, নাগালের মধ্যেই কোরবানির পশু কিনে ঘরে ফিরছেন ক্রেতারাও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি