ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নওগাঁয় বিজিবির উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির পক্ষ থেকে স্থানীয় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার বেলা ১১টার দিকে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের হেডকোয়াটার প্রাংগনে স্থানীয় ৫১টি দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি ও তেল বিতরণ করা
হয়।

এসময় উপস্থিত ছিলেন ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দীন পিএসসি, উপ-অধিনায়ক মেজর সামসুজ্জামান মো. আরিফউল ইসলাম, সহকারী পরিচালক মো. সেলিম রেজা।

ব্যাটালিয়ন অধিনায়ক হামিদ উদ্দীন বলেন, এই ব্যাটালিয়ন বিভিন্ন দুর্যোগ সময়ে অসহায় দুস্থদের পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি