চট্টগ্রামে নজীর ভান্ডার দরবার শরীফের ৫৭ তম বার্ষিক ওরশ হয়েছে।
এ’ উপলক্ষে নগরীর দক্ষিণ আগ্রাবাদ ছোটপোল থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে দরবার শরীফের ভক্তরা অংশ নেন। এছাড়া, বাৎসরিক এই ওরশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।