ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান: প্রধামন্ত্রী

প্রকাশিত : ১৪:০৭, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:১৩, ১৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এসময়  প্রধানমন্ত্রী আরো বলেন, বিশ্ব পরিমন্ডলে অর্জিত সম্মান ধরে রাখতে শিক্ষিত, সভ্য ও ত্যাগী প্রজন্ম গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫২ তম জন্মদিনে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিটিউশন মিলনায়তনে শেখ রাসেল স্মৃতি সংসদ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবেগ-আপ্লুত কন্ঠে শিশু রাসেলে বিভিন্ন স্মৃতিচারণ করেন বড় বোন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, স্বাধানতার স্থপতিকে শিশু সন্তানসহ সপরিবাওে হত্যার মধ্য দিয়ে জাতি যে সম্মান হারিয়েছিল তা ত্যাগ ও পরিশ্রমের মধ্য দিয়েই ফিরে এসেছে। এটা ধরে রাখার আহবান জানান তিনি। এসময় নতুন প্রজন্মকে জঙ্গিবাদ ও মাদক পরিহার করে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে শেখ রাসেল স্মৃতিসংসদ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার বিতরন করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি