ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

নতুন প্রশাসক চার জেলায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ২৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

দেশের চার জেলায় নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে বরিশাল-বরগুনায় নিয়োগ দেয়া হয়েছে যথাক্রমে হাবিবুর রহমান এবং মো. মোখলেসুর রহমানকে। এছাড়া সরকার সোমবার হবিগঞ্জ ও লালমনিরহাটেও নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. এম. মোজাম্মেল হক খান জানান, সদ্য সাবেক দুই জেলা প্রশাসককে বরিশাল ও বরগুনার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং ওই দুইটি জেলায় হাবিবুর রহমান এবং মো. মোখলেসুর রহমানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, এলজিআরডি মন্ত্রনালয়ের উপসচিব মো. শফিউর আরিফকে লালমনিরহাটের জেলা প্রশাসক এবং মনীষ চাকমাকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বলা হয়, বরিশাল ও বরগুনার জেলা প্রশাসকদ্বয় যথাক্রমে-গাজী এম. সাইফুজ্জামান এবং বশিরুল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল ও বরগুনার নতুন জেলা প্রশাসক হয়েছেন যথাক্রমে হাবিবুর রহমান এবং মো. মোখলেসুর রহমান। এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছিলেন হাবিবুর রহমান।

অন্যদিকে মো. মোখলেসুর রহমান পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি