ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নদীতে গোসলে নেমে ঢাকা কলেজের শিক্ষার্থী নিখোঁজ 

ঢাকা কলেজ সংবাদদাতা

প্রকাশিত : ১১:০৩, ১০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নরসিংদীর বীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে মুহাম্মদ সোহেল রানা (২১) নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এখনও তার কোন সন্ধান পাওয়া যায়‌নি।

রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া সোহেল রানা ঢাকা কলেজের ২০১৭-১৮ সেশনের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিখোঁজের বিষয়‌টি তার পরিবার একুশে টে‌লি‌ভিশন অনলাইনকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সোহেল চরমান্দালিয়া ব্রক্ষপুত্র নদীর শাখায় মুন্সিপাড়া সুইচ গেইট থেকে কলাগাছ বুকে নিয়ে নদীতে সাঁতার দেয়। এ সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তার বন্ধুরা পাড়ে উঠতে পারলেও সোহেল রানা নদীতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। 

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেও সোহেলের কোন সন্ধান পায়নি।

উল্লেখ্য, সোহেল রানা তার চার ভাইয়ের মধ্যে বড়। প‌রিবার তার নিখোঁজের খবর শুনে শোকে ভেঙ্গে পড়েছে। চরমান্দা‌লিয়া ইউনিয়নের মা‌জিতপুর গ্রামে‌র কা‌দির মিয়ার বড় সন্তান ছিলেন সোহেল রানা।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি