ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই ছাত্র নিখোঁজ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৮, ১৯ অক্টোবর ২০২২ | আপডেট: ১৮:৫০, ১৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করেন।

নিখোঁজ দুজন হলেন, সনজিত কুমার (২৪) জয়পুরহাট পৌর শহরের স্টেশন রোড এলাকার বিশ্বজিতের ছেলে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র। একই এলাকার পরেশের ছেলে এ তন্ময় ঘোষ (১৬) সে কাশিয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।  

স্থানীয়রা জানান, আসন্ন কালিপুজার জন্য জয়পুরহাট শহরের রেলস্টশন এলাকার কালি মন্দিরের গত বছরের প্রতিমা চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে বিসর্জন দিতে যান সনজিত ও তন্ময়সহ কয়েকজন। এসময় তন্ময় অসাবধানতা বশত নদীতে ডুবে যায়। তখন সনজিত তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে। 

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে জয়পুরহাট ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী উদ্ধার অভিযান চালাবেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি