ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

নব্য জেএমবি’র আমির আইয়ুব বাচ্চুসহ শীর্ষ জঙ্গিরা নজরদারিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ২ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০৭, ২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নব্য জেএমবি’র আমির আইয়ুব বাচ্চুসহ শীর্ষ জঙ্গিরা নজরদারিতে আছে। আর শিগগিরই তারা ধরা পড়বে বলে জানিয়েছেন পুলিশের আইজি। শনিবার কুষ্টিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথিসহ ৩ নারী জঙ্গি গ্রেপ্তারের পর এ তথ্য জানালেন তিনি। জঙ্গিদের বড় হামলা চালানোর সক্ষমতা কমলেও পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন আইজিপি।
পুলিশ সদর দপ্তরে গণমাধ্যম কর্মীদের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে কথা বলেন পুলিশ প্রধান।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইজিপি। উঠে আসে কুষ্টিয়ার ভেড়ামারার জঙ্গিবিরোধী অভিযান প্রসঙ্গ। জানান, দ্রুতই ধরা পড়বে জঙ্গি সংগঠন নব্য জেএমবির আমির।
হলি আর্টিজান জঙ্গি হামলার একবছর পর আইজিপি জানান, জঙ্গিরা ওইরকম বড় হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে।
জঙ্গি দমনে প্রশাসন কঠোর থাকবে বলেও জানান আইজিপি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি