ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

নর্দান ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জমকালো উৎসব ও আনন্দঘন পরিবেশে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে বুধবার সমাবর্তনে রাষ্ট্রপতি ও নর্দান ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আব্দুল হামিদ এর পক্ষ থেকে গ্রাজুয়েটদেরকে ডিগ্রী প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

রাজধানীর আশকোনায় নর্দান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে এ সমাবর্তনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতেই স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ ও বাস্তব জ্ঞান সমৃদ্ধ নাগরিক তৈরির জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

গ্রাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজ ডিগ্রি নিচ্ছ, কিন্তু তোমাদের বাস্তব কর্মজীবন শুরু করতে হবে এখান থেকেই। নর্দান ইউনিভার্সিটি তোমাদেরকে যে নৈতিক শিক্ষা দিয়েছে তাঁর আলোকে দেশের কল্যাণে তোমরা কাজ করে যাবে। আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন পার্থক্য করিনা। নতুন প্রজম্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে প্রস্তুত করাই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে।

সমাবর্তনে বক্তা ড. মসিউর রহমান বলেন, দেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষায় অনন্য অবদান রেখে চলেছে। নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবর্তনে আরও বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ,ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মো. আনোয়ার হোসেন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

উল্লেখ্য, ৫৮৮১ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে সমাবর্তনে সনদ দেওয়া হয়। স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে চ্যান্সেলর ৪ জন ও ভাইস-চ্যান্সেলর ৫ জন সহ মোট ৯ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি